আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন।
আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তবে আইন উপদেষ্টার সঙ্গে সালাহউদ্দিন আহমদের এই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
দলীয় সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যদি কোনোভাবে জোটবদ্ধভাবে অংশ নেয়, সে ক্ষেত্রে নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে আলোচনা হতে পারে।
বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সালাহউদ্দিন আহমদ ও আইন উপদেষ্টার মধ্যে।
সদ্য সংবাদ/এমটি



























