সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ২৭ অক্টোবর ২০২৫

৯৯৯-এ ফোন পাকিস্তানি নারীর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

৯৯৯-এ ফোন পাকিস্তানি নারীর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার এক পাকিস্তানি নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

সোমবার (২৭ অক্টোবর) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

আনোয়ার সাত্তার জানান, ২৫ বছর বয়সী ওই নারী অভিযোগ করেন, তার স্বামী নোবেল আহমেদ (২৭) ও শাশুড়ি প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন এবং এক রুমে বন্দি করে রাখতেন। এমনকি তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছিল।

নারীর কল পেয়ে ৯৯৯-এর ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব বিষয়টি দ্রুত দারুসসালাম থানা পুলিশকে জানান। ভুক্তভোগী সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশের তত্ত্বাবধানে উদ্ধার অভিযানে একটি পুলিশ দল স্থান নির্ধারণ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত পাকিস্তানি নারী জানান, তার একটি নারীর তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।

ঘটনার পর তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা থানায় হাজির হন। তারা ভুক্তভোগী নারীর পাসপোর্ট ফেরত দেন এবং  শিশুটির পাসপোর্ট তৈরি করে আগামী ১০ দিনের মধ্যে মা-সন্তানকে পাকিস্তানে পাঠানোর অঙ্গীকার করেন।

পরে নারীর ননদ তাকে নিজের জিম্মায় নেন। তিনি লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান।

পুলিশ বলছে, বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ৯৯৯ সর্বদা তৎপর রয়েছে।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ