চট্টগ্রাম বন্দর ইজারা পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ও দেশের সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানায় বামধারার ছাত্র সংগঠনটি।
মাহির শাহরিয়ার রেজা বলেন, 'জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের তিনটি লাভজনক টার্মিনাল ৩০ বছরের জন্য বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এটি কেবল অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। কারণ বন্দরের পাশেই রয়েছে নৌবাহিনীর প্রধান ঘাঁটি। বিদেশিদের হাতে এই বন্দর তুলে দেওয়া হলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে।'
তিনি বলেন, 'যারা বন্দর ইজারার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের ওপর সরকারি বাহিনী হামলা চালাচ্ছে। এতে সরকারের স্বৈরাচারী চরিত্রই আবারও স্পষ্ট হয়েছে। আমরা এর আগে ফুলবাড়ি, বিবিয়ানা ও রামপালের মতো আন্দোলনের মাধ্যমে প্রমাণ করেছি—দেশের সম্পদের প্রশ্নে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।'
ছাত্র ইউনিয়ন সভাপতি সতর্ক করে বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দেশবিরোধী চক্রান্ত থেকে সরে না আসে, তবে ছাত্র ইউনিয়ন সারাদেশের ছাত্র সমাজ ও জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলবে।'
সমাবেশ শেষে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানানো হয়।
সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সৌরভ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক শোয়াইব আহম্মেদ আসিফ।
সদ্য সংবাদ/এমটি



























