চট্টগ্রাম বন্দর ইজারা পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ও দেশের সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানায় বামধারার ছাত্র সংগঠনটি। মাহির শাহরিয়ার রেজা বলেন, `জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের তিনটি লাভজনক টার্মিনাল ৩০ বছরের জন্য বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এটি কেবল অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। কারণ বন্দরের পাশেই রয়েছে নৌবাহিনীর প্রধান ঘাঁটি। বিদেশিদের হাতে এই বন্দর তুলে দেওয়া হলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে।`