বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

পদত্যাগ

পদত্যাগ

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী রমণাথ আধিকারী 

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী রমণাথ আধিকারী 

নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জির আন্দোলনের পুলিশের গুলিতে ২০ জন নিহতে ঘটনায় এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী রমণাথ আধিকারী। তিনি বলেন,  সোমবারের জেনারেশন জেড  বিক্ষোভের সময় সরকারের স্বৈরাচারীর মতো আচারণ করা হয়েছে। খবর কাঠমন্ডু পোস্ট। নিজের পদত্যাগপত্রে, নেপালী কংগ্রেসের সাংসদ আধিকারী উল্লেখ করেন যে, নাগরিকদের প্রাকৃতিক অধিকার ‘গণতন্ত্রকে প্রশ্ন করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার’ স্বীকৃতি দেওয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বাহিনী প্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পথে নয়, বরং স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে।