এনসিপির আরও দুই নেতার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা—জেলা শাখার ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী মো. এবাদত আলী এবং ২ নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ।
বুধবার রাতে তারা এনসিপির কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগের আবেদন করেন। তাদের লিখিত আবেদনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
এবাদত আলী তার আবেদনে লেখেন, জুলাই ২০২৪ আন্দোলনে সক্রিয় থাকার পর এনসিপিতে যোগ দিয়ে দায়িত্ব পালন করেছেন। তবে পারিবারিক দায়দায়িত্ব ও বয়সের কারণে এখন দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। যদিও তিনি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আন্দোলনে রাজপথে থাকা কর্মীদের প্রতি নৈতিক সমর্থন অব্যাহত রাখবেন।
অন্যদিকে শরিফুল ইসলাম সবুজ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, এনসিপি জুলাই আন্দোলনের চেতনা থেকে সরে গিয়ে আপসনীতি ও সুবিধাবাদী ধারায় এগোচ্ছে। নেতৃত্বের এই সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে হতাশ হয়ে তিনি দলের কার্যক্রম ও সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন।
গণমাধ্যমকে দুজনেই জানান, দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী কর্মকাণ্ডসহ ব্যক্তিগত কারণেই তারা এনসিপির দায়িত্ব ও কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে দলে থাকা না-থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
কুষ্টিয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন। তবে দলীয় নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো জমা পড়েনি এবং কেন তারা পদত্যাগ করেছেন, সেটিও তাকে জানানো হয়নি।



























