রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

কুষ্টিয়া

কুষ্টিয়া

‘জুলাই বিপ্লব ধারণ না করলে পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চাইতেও ভয়াবহ হবে’

‘জুলাই বিপ্লব ধারণ না করলে পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চাইতেও ভয়াবহ হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ না করলে অন্তর্বর্তী সরকারের পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চাইতেও ভয়াবহ হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, ‘এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না। শহীদরা যেজন্য জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা পূরণ না হলে সরকারকে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।’

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জানান, অ্যাম্বুলেন্স এ আমরা  দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিলাম।পথে ডাকাতরা  দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল দেশিয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও আমাদেরকে  জিম্মি করে।

সাজিদ হত্যার বিচার চায় ইবি ছাত্রশিবির 

সাজিদ হত্যার বিচার চায় ইবি ছাত্রশিবির 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার অতি দ্রুত নিশ্চিত করা এবং ইবি ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফার ১১০ টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর দুইটা নাগাদ ইবির প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক হামজাসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।