মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

ইবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও Bangladesh Youth Leadership Center (BYLC) এর সহযোগিতায় 'Ignite Leadership From Within' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি খন্দকার আবু সাঈমের সভাপতিত্বে মুখ্য-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC এর দক্ষতা উন্নয়ন প্রোগামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ। এ কর্মশালায় ক্লাব পার্টনার হিসেবে ইবি হিউম্যান রিসোর্স ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব যুক্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম ও ২য় বর্ষের প্রায় তিন-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূখ্য আলোচক আকাশ সিংহ বলেন, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে এবং সাফল্য অর্জনে ব্যক্তির অঙ্গভঙ্গি বা অঙ্গবিন্যাস, কণ্ঠস্বর বা সুরের ভাঁজ, চোখের যোগাযোগ, অনুশীলন এবং মূল্যায়ন খুবই জরুরি।

তিনি বলেন, সফল নেতার জন্য স্পষ্ট ও প্রভাবশালী বক্তব্য অপরিহার্য। এজন্য বুদ্ধিমত্তার সাথে কথা বলা, উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, শ্রোতাদের প্রয়োজন বোঝা এবং বক্তব্যকে পরিষ্কার ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা উচিত। এছাড়া বক্তব্যের শুরুতে আকর্ষণীয় ভূমিকা, মূল অংশে যুক্তি এবং শেষে সারসংক্ষেপ থাকা উচিত। শরীরের ভঙ্গি, অঙ্গভঙ্গি ও চোখের যোগাযোগ কার্যকর নেতৃত্বের মূল উপাদান। কোমরে হাত দিয়ে দাঁড়ানো, চুল নিয়ে খেলা বা পকেটে হাত রেখে কথা বলার মতো ভঙ্গি বা মুদ্রাদোষ এড়ানো উচিত।'

উল্লেখ্য, কর্মশালা শেষে ইবি ক্যারিয়ার ক্লাবের সাথে BYLC একটি MOU স্বাক্ষরিত হয়। এর আলোকে ভবিষ্যতে যেকোনো ধরণের BYLC এর প্রোগ্রামে ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে ইবির শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং বিশেষ সুযোগ-সুবিধা পাবে

সর্বশেষ