বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী রমণাথ আধিকারী 

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী রমণাথ আধিকারী 
ছবি: কাঠমন্ডু পোস্ট

নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জির আন্দোলনের পুলিশের গুলিতে ২০ জন নিহতে ঘটনায় এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী রমণাথ আধিকারী। তিনি বলেন,  সোমবারের জেনারেশন জেড  বিক্ষোভের সময় সরকারের স্বৈরাচারীর মতো আচারণ করা হয়েছে। খবর কাঠমন্ডু পোস্ট।

নিজের পদত্যাগপত্রে, নেপালী কংগ্রেসের সাংসদ আধিকারী উল্লেখ করেন যে, নাগরিকদের প্রাকৃতিক অধিকার ‘গণতন্ত্রকে প্রশ্ন করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার’ স্বীকৃতি দেওয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বাহিনী প্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পথে নয়, বরং স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার কীভাবে এমন একটি প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণে লিপ্ত হলো, যাদের সঙ্গে দেশ গড়ার জন্য সহযোগিতা করা উচিত, সেই প্রশ্নের কোনো উত্তর না পাওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারেননি।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেকহকও সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেন এবং প্রাণঘাতী জেনারেশন জেড বিক্ষোভের পর তা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন।

এদিকে, নেপালী কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান যে জেনারেশন জেড বিক্ষোভে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য নৈতিক দায়িত্ব গ্রহণ করতে এবং পদত্যাগ করতে হবে।

থাপা বলেন, ‘নির্দোষ যুবকরা অনাবশ্যকভাবে মারা গিয়েছে। প্রধানমন্ত্রীর উচিত এই দমনপ্রক্রিয়ার জন্য দায়িত্ব নেওয়া এবং সঙ্গে সঙ্গে পদত্যাগ করা।’

তিনি আরও যোগ করেন, নেপালী কংগ্রেস এমন পরিস্থিতিতে একদিনের জন্যও শুধু সাক্ষী বা অংশীদার হিসেবে থাকতে পারে না এবং তিনি পার্টি বৈঠকে এই সিদ্ধান্তকে এগিয়ে নেবেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ