রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৬, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩০, ৩ নভেম্বর ২০২৫

সাধারণ সম্পাদকের পর বৈছাআর সহ-দপ্তর সম্পাদকেরও পদত্যাগ

সাধারণ সম্পাদকের পর বৈছাআর সহ-দপ্তর সম্পাদকেরও পদত্যাগ
ছবি: সংগৃহীত

স্থগিতাদেশ প্রত্যাহারের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ইনামুল হাসানের পদত্যাগের পর এবার সংগঠনের সহ-দপ্তর সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আন নুফাইস।

রবিবার (২ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে সিয়াম লেখেন, ব্যক্তিগত কিছু কারণে তিনি সংগঠনের সহ-দপ্তর সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংগঠনের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে, এবং ভবিষ্যতেও তিনি নিজ অবস্থান থেকে সংগঠনের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, 'সংগঠনের বিভিন্ন স্তরের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিবেচনায় নিয়ে সংগঠনের অর্গানোগ্রাম অনুযায়ী দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য পূর্ণতা পায়নি। বর্তমান পরিস্থিতি আমার ব্যক্তিগত নীতি ও দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সম্মানজনকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আন্দোলনের কার্যক্রম সঠিক পথে এগিয়ে যাবে এবং একটি স্বচ্ছ সাংগঠনিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।'

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষের দিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ২৭ জুলাই তৎকালীন সমন্বয়ক ও বর্তমান সভাপতি রিফাত রশিদ কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ