জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪
জামালপুর সদরে কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছে শিশুসহ পাঁচজন যাত্রী।
সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে আদর্শ বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার চান মিয়া (৬০), সরিষাবাড়ী উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলি (২২)। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক এবং আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে দিগপাইত গামী একটি কাভার্ড ভ্যান অর্থনৈতিক অঞ্চলের সামনে আসলে অপর দিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থনলেই মারা যান রাশেদ। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে নেয়ার পথে মারা যায় আরো দুইজন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেছে কর্তব্যরত চিকিৎসক।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, 'ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে ভ্যানটির চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ও তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ফারিয়াজ ফাহিম/এমটি



























