ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল ইসলাম আজিজকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি চাঁদাবাজি ও লুটপাট মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে আজিজকে ঢাকায় নিয়ে আসে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান জানিয়েছেন, স্থানীয় পুলিশের সহযোগিতায় আজিজকে আটক করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।
পুলিশের তদন্তে জানা গেছে, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত শামীম ওসমানের ছত্রছায়ায় আজিজ ও তার সহযোগীরা ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের এরশাদ গ্রুপের গুদাম থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করেন এবং নিয়মিত চাঁদা আদায় করতেন। এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
আজিজের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি নারায়ণগঞ্জে এরশাদ গ্রুপের রড তৈরির কারখানা দখল ও লুটপাটে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, এবি ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার মাধ্যমে কারখানাটি দখল করা হয়। পরে কারখানার চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আজিজ ও তার সহযোগীরা।
ডিবি পুলিশ বলছে, আজিজের গ্রেপ্তার মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি এনে দেবে। তার জিজ্ঞাসাবাদে শামীম ওসমানসহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এমটি



























