ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল ইসলাম আজিজকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি চাঁদাবাজি ও লুটপাট মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে আজিজকে ঢাকায় নিয়ে আসে গোয়েন্দা পুলিশ (ডিবি)।