সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২২ জুন ২০২৫

আপডেট: ১৯:১৫, ২২ জুন ২০২৫

শামীম ওসমানের প্লট জব্দ, পরিবারের ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

শামীম ওসমানের প্লট জব্দ, পরিবারের ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা দুইটি প্লট জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে থাকা ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকাও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। 

শামীম ওসমানের নামে থাকা দুইটি প্লটের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচলের একটি প্লট এবং উত্তরা থানার ৯ কাঠা ১৩ ছটাক ২২ বর্গফুটের দেড় কোটি টাকার বাড়ির জমি।

দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শামীম ওসমান পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তারপর থেকে দুর্নীতি, হত্যা, গুম ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বেরিয়ে আসছে বিভিন্ন নেতাকর্মীদের দুর্নীতির তথ্য।

শামীম ওসমান নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তার ভাই প্রয়াত এ কে এম নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য। আরেক ভাই সেলিম ওসমান ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য।

৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শামীম ওসমানকে।

সর্বশেষ