সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদের ২৩ বস্তা নথি জব্দ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়ি থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ বস্তা নথি জব্দ করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালানো হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি।