সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাত, এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ যে মামলা দায়ের হয়েছে, এটি আর্থিক ঋণ আত্মসাতের অভিযোগে দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা।”
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে সার্কুলারের তোয়াক্কা না করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিলস ও এস আলম ট্রেডিং কোম্পানির নামে অনুমোদনবিহীন ঋণ গ্রহণ করেন। এসব ঋণের মাধ্যমে মোট ৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ-আসলে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায়।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের বিনিয়োগ নীতিমালা লঙ্ঘন করে ঋণগ্রহীতাদের স্বার্থে কাজ করেছেন, ফলে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের আর্থিক ক্ষতি হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হাসান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব উল আলম, মো. আবদুল হামিদ মিয়া, মো. ওমর ফারুক খান, মোহাম্মদ মনিরুল মাওলা, এবং সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও কর্মকর্তাসহ মোট ৫৩ জন ব্যাংক কর্মকর্তাকে।
এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, এস আলম কোল্ড রোলড স্টিলসের নির্বাহী পরিচালক আব্দুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের মালিক রাশেদুল আলম, এস আলম স্টিলসের মালিক সহিদুল আলম, পরিচালক ফারজানা পারভীনসহ মোট ১৪ জন ব্যবসায়ীও মামলার আসামি হয়েছেন।
দুদকের অনুসন্ধানে আরও বলা হয়েছে, আসামিরা ইচ্ছাকৃতভাবে আর্থিক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণের বিশাল অঙ্ক আত্মসাৎ করেছেন, যা ইসলামী ব্যাংক, সাধারণ আমানতকারী ও দেশের আর্থিক খাতের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে ইসলামী ব্যাংকে অস্বাভাবিক ঋণ বিতরণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এস আলম গ্রুপকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ ওঠে।



























