বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ মো. আবদুর রহমানের আদালতে দুদকের পক্ষ থেকে এই আবেদন করা হয়।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানিয়েছেন, তারা একটি মামলার আসামি এবং শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। মামলাটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের সঙ্গে সম্পর্কিত, যা গত ২৪ জুলাই দায়ের করা হয়। জাবেদ ও তার স্ত্রী ছাড়াও ইউসিবিএলের সাবেক পরিচালক, আরামিট গ্রুপের কর্মকর্তারা এ মামলায় আসামি।

মামলার অভিযোগে বলা হয়েছে, আরামিট গ্রুপভুক্ত একটি প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি কোম্পানি খোলা হয়। এরপর গম, মটর, হলুদ ও ছোলা আমদানির নামে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখা থেকে। ঋণটি পরে চারটি কোম্পানির নামে স্থানান্তর এবং নগদে উত্তোলন করা হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং কমিটি ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরলেও পরিচালনা পরিষদ কোনো যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন করেছে। মামলায় ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তা, আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।

জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরবর্তীতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। ইতোমধ্যেই জাবেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত জাবেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে, তবে তারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

সর্বশেষ