সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল আটক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচার চক্রের গুরুত্বপূর্ণ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আবদুল আজিজকে আটক করা হয়। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।