বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদের ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদের ২৩ বস্তা নথি জব্দ
ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়ি থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ বস্তা নথি জব্দ করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের বাড়িতে বিদেশে অর্থপাচার ও দেশীয় ব্যবসা সংক্রান্ত নথি লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। ইলিয়াস নথি সরিয়ে অন্য পাশের বাড়িতে রাখলেও পরে তালা ভেঙে এগুলো জব্দ করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদের দুই সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করে দুদক। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৭ অক্টোবর তার এবং স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি।

সর্বশেষ