মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

মেট্রোরেল

মেট্রোরেল

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, মেট্রোরেলসহ বিভিন্ন ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান যথাযথভাবে পরীক্ষা করা জরুরি। এসব প্যাডের গুণগত মানে ত্রুটি থাকলে তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। রিটে এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে মান যাচাইয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।