ডেঙ্গু কেড়ে নিল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ ত্বকীর প্রাণ
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার বাংলাদেশকে গর্বিত করা হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে সংকটজনক অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
হাফেজ ত্বকী আন্তর্জাতিক মঞ্চে কোরআন তেলাওয়াতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেন। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীর মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া কুয়েত ও বাহরাইনে আয়োজিত প্রতিযোগিতাতেও তিনি সাফল্য অর্জন করেন।
তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী ত্বকীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে মরদেহ কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রাম ডালপায় দাফন করা হয়েছে।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগরে জন্ম নেওয়া ত্বকীর বাবা মাওলানা বদিউল আলম স্থানীয় এক মাদরাসার শিক্ষক। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে শোক ও স্মৃতিচারণার বন্যা।



























