শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ১৫৫ জন, চট্টগ্রামে ১৩২ জন, ঢাকার বাইরে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ১১৩ জন এবং রংপুরে ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন এবং এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়,  চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন। এ বছর সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে ঢাকায় ৮৩২ জন এবং বাকি এক হাজার ৫৭৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি আছেন।

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ 

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ 

ডেঙ্গুতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ১৮২ জনের প্রাণহানি ঘটল। শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৬০ জন, যা এ বছরের একমাসে সর্বোচ্চ। আগস্টে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবারের (২৩ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৭৩ জনে। বর্তমানে প্রায় ঘরে ঘরে ডেঙ্গুর রোগী থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চাপে পড়েছেন।