২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ জন
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ১৫৪ জন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।