ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ
জাতীয়করণের দাবি সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের 'ভুখা মিছিলে' ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।
বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়া ওই মিছিলে নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
শিক্ষকরা জানান, জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে টানা ১৭ দিন ধরে তারা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে তাদের সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হলেও কোনো অগ্রগতি হয়নি। ফলে দাবি আদায়ে তারা ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, 'আমরা ঘরে ফিরব না যতক্ষণ না সরকার আমাদের জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান চলবে।'
ইবতেদায়ী শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ, যাচাই-বাছাই সম্পন্ন এক হাজার ৮৯টি প্রতিষ্ঠানের এমপিও অনুমোদন, স্বীকৃত সব মাদরাসাকে এমপিওভুক্ত করার বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য পৃথক অধিদফতর স্থাপন।
দীর্ঘ আন্দোলনেও সমাধান না মেলায় ক্ষুব্ধ শিক্ষকরা জানান, তারা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকার উদাসীন আচরণ করছে। ফলে প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এখনো তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে শিক্ষকরা নির্ধারিত স্থান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়।
সদ্য সংবাদ/এমটি



























