শিক্ষকদের সঙ্গে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে নেতারা
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিকে সমর্থন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন, বর্তমান সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয় এবং তাই সরকারের প্রতি বিশেষ বিবেচনার আহ্বান জানাচ্ছি। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, `শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি রয়েছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা জাতীয়করণ করা হবে, যাতে শিক্ষকদের আর আন্দোলনে আসতে না হয়।`