শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫০, ২০ অক্টোবর ২০২৫

শিক্ষকদের সঙ্গে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে নেতারা

শিক্ষকদের সঙ্গে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে নেতারা
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিকে সমর্থন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন, বর্তমান সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয় এবং তাই সরকারের প্রতি বিশেষ বিবেচনার আহ্বান জানাচ্ছি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি রয়েছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা জাতীয়করণ করা হবে, যাতে শিক্ষকদের আর আন্দোলনে আসতে না হয়।'

গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দেয়। তবে শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। ১২ অক্টোবর থেকে তারা জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ এবং শাহবাগ মোড় অবরোধের মতো কর্মসূচি পালন করছেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শিক্ষক-কর্মচারীরা তা গ্রহণ না করে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

শিক্ষক-কর্মচারীদের দাবি মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা। বর্তমানে তারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান এবং মাসে ১ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ