এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়লো আবারও
টানা আন্দোলনের পর এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এই ভাতা তারা দুই ধাপে পাবেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশের মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ ভাতা ১ নভেম্বর থেকে পাবেন। বাকি ৭ দশমিক ৫ শতাংশ ভাতা কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে। বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ইতোমধ্যেই এ বিষয়ে সম্মতি জানিয়ে আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়কে এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে।
এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবি জানিয়ে ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছিলেন। ১৭ অক্টোবর থেকে তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও আন্দোলনে যুক্ত করেন।
সদ্য সংবাদ/এমটি



























