ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ৮০৩
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৪৭ জন, বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা ও ময়মনসিংহে সমানভাবে ৪৯ জন করে, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেটে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৩ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার জন্য বাড়ির আশপাশে পোকামাকড়ের প্রজনন স্থান নির্মূল এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সদ্য সংবাদ/এমটি



























