শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ১৯ অক্টোবর ২০২৫

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

টানা আন্দোলনের মুখে অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ বা সর্বনিম্ন দুই হাজার টাকা হারে নির্ধারণ করা হয়েছে।

তবে এ বাড়িভাড়া প্রদানে কিছু শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এ ভাতা ভবিষ্যতে জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাবলি অবশ্যই পালন করতে হবে। পাশাপাশি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবেন না শিক্ষক-কর্মচারীরা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আর্থিক বিধিবিধান মেনে ভাতা প্রদান করতে হবে এবং কোনো অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত আগস্টে ঢাকায় মহাসমাবেশ করে তারা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের দাবি জানান।

তবে তাদের দাবিকে উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষক দিবসের দিন (৫ অক্টোবর) সে প্রজ্ঞাপন সামনে আসতেই দেশজুড়ে শিক্ষক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষকরা প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে নতুন করে আন্দোলনের ডাক দেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ