বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ২৯ অক্টোবর ২০২৫

গণভোট বানচালের চেষ্টা চালাচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণভোট বানচালের চেষ্টা চালাচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

বিএনপি গণভোট বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে, যার অধীনেই গণভোট অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে 'জুলাই সনদ' নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'গণভোটের পর বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই একটি রিফর্ম অ্যাসেম্বলি গঠিত হবে। এই রিফর্ম অ্যাসেম্বলি একদিকে জুলাই সনদের বাস্তবায়ন করবে, অন্যদিকে পার্লামেন্ট সচরাচর যে নিত্যনৈমিত্তিক কাজগুলো করে থাকে, সেগুলোর দায়িত্বও পালন করবে।'

গণভোট নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, 'গণভোট আগে হবে না পরে হবে, এটা নিয়ে অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক চলছে। আমরা মনে করি, এই তর্ক-বিতর্ক আসলে বিএনপি ও জামায়াতে ইসলামী’র মধ্যে এক ধরনের ‘মন্দযুদ্ধ’। এই মন্দযুদ্ধের মধ্যে জাতিকে জড়িয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।'

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, 'গণঅভ্যুত্থানকে বাংলাদেশের জুলাই সনদের মূল ভিত্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানের সরকার হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনগণের সামনে, শহীদ মিনারে দাঁড়িয়ে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করবেন। জনগণের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের সামনেই দিতে হবে।'

তিনি দাবি করেন, বিএনপি গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার জন্য নানা কৌশল অবলম্বন করছে। তবে জনগণ এই ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সদ্য সংবাদ/এমটি