বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৩১, ২৯ অক্টোবর ২০২৫

চাঁদাবাজ-লুটেরাদের বিএনপিতে স্থান নেই: রিজভী

চাঁদাবাজ-লুটেরাদের বিএনপিতে স্থান নেই: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি, লুটপাট ও জনগণের ওপর জুলুম চালায় তারা কোনোভাবেই বিএনপির সদস্য হতে পারবে না।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিএনপি হবে একটি আদর্শভিত্তিক ও সুসংগঠিত রাজনৈতিক দল। শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষই বিএনপির শক্তি। জনগণের দল হিসেবেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, তা ব্যর্থ হবে। আমরা লড়াই করে আজকের অবস্থানে এসেছি আগামীতেও লড়াই চালিয়ে যাব।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে জাতি আবারও ঐক্যবদ্ধ হয়েছে। তারই ফলশ্রুতিতে ২৪-এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে বিদেশে গিয়েও তিনি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যাতে নির্বাচন ব্যাহত হয়।’

তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল এখন ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। যদি আপনারাও নির্বাচনে বাধা দেন, তাহলে পালিয়ে যাওয়া দলের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু ও ইকবাল হোসেন শ্যামল।