আসিফ নজরুলের বক্তব্যে ফ্যাসিস্ট সুর: কায়সার কামাল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক বিচারবিভাগ সম্পর্কিত মন্তব্যে ফ্যাসিস্ট শাসনের সুর প্রতিধ্বনিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কায়সার কামাল বলেন, ‘একটি রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের একটি হলো বিচার বিভাগ। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যে মন্তব্য করেছেন, তা প্রকাশ্যে না এনে যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত যোগাযোগ’ (প্রিভিলেজড কমিউনিকেশন) হিসেবে পাঠানো উচিত ছিল।’
তিনি মনে করেন, ‘এমন সংবেদনশীল বিষয় জনসমক্ষে প্রকাশের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কোনো লক্ষ্য থাকতে পারে। ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্বে থাকা বিচার বিভাগ নিয়ে তির্যক মন্তব্য করা অত্যন্ত অনুপযুক্ত।’
বিএনপি নেতা আরও বলেন, ‘বিচার বিভাগ যখন প্রধান বিচারপতির নেতৃত্বে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন আইন উপদেষ্টার এই ধরনের মন্তব্যে আইনজীবী সমাজের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছেনির্বাহী বিভাগ আসলেই বিচার বিভাগকে স্বাধীন দেখতে চায় কি না।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আসিফ নজরুলের বক্তব্যে যেভাবে বিচার বিভাগের মর্যাদা খাটো করা হয়েছে, তা অতীতে ফ্যাসিস্ট সরকারগুলোর ভাষাকেও স্মরণ করিয়ে দেয়যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।’
কায়সার কামাল আরও বলেন, ‘আইন উপদেষ্টা হিসেবে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তাই ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত এবং প্রয়োজনে প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি আলোচনা করাই হবে যথাযথ পথ।’



























