বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৫৯, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০০, ২৯ অক্টোবর ২০২৫

রেফারি হয়ে গোল দিছে ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিন আহমেদের

রেফারি হয়ে গোল দিছে ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিন আহমেদের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকায় হতাশা প্রকাশ করে বলেছেন, এভাবে রেফারিকে কখনো গোল দিতে দেখিনি। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্যে ছিলো ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের সুপারিশে জাতি বিভক্ত হবে, অনৈক্য হবে এবং এখানে ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানিনা।”

বুধবার (২৯ অক্টোবর) ঢাকার একটি হোটেলে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে তাদের সুপারিশ তুলে ধরেছে। সেখানে 'জুলাই জাতীয় সনদ ২০২৫' বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।

এছাড়া আগামী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং এই পরিষদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ না করতে পারলে সংবিধানের বিষয়ে কমিশনের সুপারিশগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে বলে ওই সুপারিশে বলা হয়েছে।

কমিশনের সুপারিশের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আজ বলেছেন, কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা নিজেও তাতে স্বাক্ষর করেছেন এবং সে কারণে এটি সরকার ও ঐকমত্য কমিশন উভয়েরই বলা যায়।

তিনি বলেন, “এতে কিছু দলের প্রস্তাব ও কমিশনের চিন্তা ভাবনা জাতির ওপর জবরদস্তি করে আরোপের চেষ্টা লক্ষ্য করেছি। কিন্তু যে সুপারিশ করা হয়েছে তাতে দলগুলোর প্রস্তাব, নোট অব ডিসেন্ট কিছুই সেখানে নেই। তাহলে ১১ মাস ধরে কসরত কেন সেখানে করা হলো। যার ওপর গণভোট হবে জুলাই জাতীয় সনদ সেটা তো সুপারিশেই  নেই।” 

তিনি আরো বলেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্ববধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তাদের নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাই। কিন্তু ঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকায় আমরা হতাশ।”

সদ্য সংবাদ/এসএইচ