প্রকাশ্যে দোকান ভেঙে আস্ত এটিএম বুথ তুলে নিয়ে গেল একদল চোর
যুক্তরাজ্যে ক্রেন ব্যবহার করে একটি দোকানের অংশ ভেঙে এটিএম বুথ চুরি করার ঘটনা ঘটেছে, যার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টিআরটি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি দোকানের সামনের অংশ ক্রেনের সাহায্যে ভেঙে এটিএম মেশিন বের করছেন এবং তা অন্য একটি বাহনে লোড করে দ্রুত চলে যাচ্ছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চুরির ঘটনায় জড়িত সবাই মুখ ঢেকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটিএম মেশিন নিয়ে পালিয়ে যায়।
এদিকে, যুক্তরাজ্য পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ স্থানীয়দের সহায়তা চেয়ে তথ্য সংগ্রহ করছে এবং ঘটনাস্থলসহ নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে।



























