ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমার’কে ২২০ এমপির আহ্বান
যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই রয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার (২৫ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, নয়টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনাকে অনুরোধ করছি, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন।’