ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরাইলে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে যুক্তরাজ্য!

গাজায় নেতানিয়াহু বাহিনীর জাতিগত নিধনের মধ্যেই ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য।সংবাদমাধ্যম চ্যানেল ফোরের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু আগস্ট মাসেই দেশটি ইসরাইলে পাঠিয়েছে এক লাখের বেশি বুলেট, সঙ্গে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ।
গেল মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। যদিও সংবাদমাধ্যম চ্যানেল ফোর এর নতুন এক অনুসন্ধান বলছে, গেল আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরাইলে এক লাখ ১০ হাজার বুলেট পাঠানো হয়েছে।
প্রতিবেদন মতে, এর বাজারমূল্য প্রায় ২০ হাজার পাউন্ড। আগস্ট মাসে মোট অস্ত্র রফতানি ছিল দেড় লাখ পাউন্ডেরও বেশি।
কাস্টমস কোডে এসব পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে সরাসরি বুলেট হিসেবে। পাশাপাশি, ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশসহ ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদও গেছে অন্যান্য ক্যাটাগরিতে।
চ্যানেল ফোর এর প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ২০২৫ সালের জুনেই প্রায় ৪ লাখ পাউন্ড মূল্যের গোলাবারুদ ইসরাইলে প্রবেশ করেছে, তিন বছরের মধ্যে যা এক মাসে সর্বোচ্চ।