রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১০:২২, ২ নভেম্বর ২০২৫

যুক্তরাজ্যে ট্রেনে হামলা, আহত ৯ যাত্রী

যুক্তরাজ্যে ট্রেনে হামলা, আহত ৯ যাত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত নয়জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার পেছনে কোনো সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্তে সহযোগিতা করছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানোর পর সশস্ত্র পুলিশ অভিযান চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, যাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছেন এবং চিৎকার করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ভেতরের দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ। রক্তাক্ত এক ব্যক্তি দৌড়ে এসে অন্য যাত্রীদের সতর্ক করতে থাকেন, মুহূর্তেই সবাই আতঙ্কে অন্য বগিতে পালিয়ে যান।

আরেকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখা যায়। পরে পুলিশ টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, ‘এটি ছিল এক বীভৎস ও নিন্দনীয় আক্রমণ।’ তিনি আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, তদন্ত চলমান অবস্থায় কেউ যেন অনুমাননির্ভর মন্তব্য না করেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

ঘটনার পর ঐ রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আটক দুই ব্যক্তির পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

সূত্র: বিবিসি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ