পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সুপার টর্পেডো পরীক্ষা করেছে রাশিয়া
পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া।
বুধবার (২৯ অক্টোবর) মস্কোর এক হাসপাতালে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন জানান, পরীক্ষাটি মঙ্গলবার সম্পন্ন হয়েছে এবং এটি ছিল ‘একটি অসাধারণ সাফল্য।’ তিনি বলেন, ‘পোসেইডনের সক্ষমতা সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেরও চেয়ে বেশি।’
এর আগে গত সপ্তাহে পুতিন নিজে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া তত্ত্বাবধান করেন। এরপর গত রোববার তিনি ঘোষণা দেন, রাশিয়া সফলভাবে ‘বুরেভেস্টনিক’ নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সম্পন্ন করেছে।
মস্কোর দাবি, পরীক্ষাকালে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে উড়ে থেকেছে।
বিশ্লেষকরা বলছেন, ১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার পর থেকেই রাশিয়া তার প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে পুতিন প্রথমবারের মতো ‘পোসেইডন’ ও ‘বুরেভেস্টনিক’ প্রকল্পের ঘোষণা দেন।



























