জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
জ্যামাইকায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হারিকেন আঘাত হানায় পুরো দেশজুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেস দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে একে মারাত্মক দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার।
একই সঙ্গে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে দ্বীপ দেশটিতে লন্ডভন্ড হয়েছে বসতবাড়ি ও স্থাপনা। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তাৎক্ষণিক হতাহতের সংখ্যা জানা যায়নি। জ্যামাইকায় আঘাত হানার পর ঝড়টি কিউবার দিকে অগ্রসর হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জ্যামাইকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে কয়েকদিন সময় লাগতে পারে। দ্বীপটির বহু এলাকা এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগের নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপ দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি জানিয়েছেন, বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেন্ট এলিজাবেথ এলাকায়। সেন্ট এলিজাবেথের অনেকটাই পানিতে ডুবে গেছে। এলাকাটি খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত।
সদ্য সংবাদ/এসএইচ



























