রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:২৬, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:২৭, ১৯ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, প্রভাব কম বাংলাদেশে

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, প্রভাব কম বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি  হয়ে সেটি পরে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাংলাদেশের ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে দেশের আবহাওয়ার অবস্থা আগামী কয়েক দিন প্রায় অপরিবর্তিত থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে জানান, ‘আগামী কয়েক দিন আবহাওয়ার পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে। বৃষ্টি হলেও মূলত চট্টগ্রাম বিভাগে সামান্য পরিমাণে হবে। ২৪, ২৫ ও ২৬ অক্টোবর বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এর মধ্যে দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, সম্ভাব্য লঘুচাপটির প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা খুবই কম, বরং এটি ভারতের দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

শনিবার দেশের অধিকাংশ অঞ্চলেই ছিল বৃষ্টিহীন। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র পাঁচটিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাগেরহাটের মোংলায়, ৭ মিলিমিটার।

সেদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টাঙ্গাইলে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ