পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের

পরিবেশ রক্ষা শুধুমাত্র নীতি বা কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা, বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি আজ সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, "সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে নাগরিক সমাজ, সরকার এবং বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।" শালবন পুনরুদ্ধার, হাতির করিডোর সংরক্ষণ ও জিরো সয়েলসহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা আজ আগের তুলনায় অনেক বেশি সবুজ। বাড়ির ছাদে ছাদবাগান, প্রকৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসা—এটি আমাদের মূল শক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা বেনু। সভাপতিত্ব করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।
এই বছর ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয় চারজন পরিবেশকর্মীকে। বৃক্ষসখা সম্মাননায় ভূষিত হন ঝিনাইদহের মো: আমিনুল ইসলাম, মিরসরাইয়ের প্রকল্প সোনাপাহাড় এবং রাঙামাটির সবুজ চাকমা। জীববৈচিত্র্য পুরস্কার পান বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূইয়া।