জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, শহিদদের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং দায়িত্বশীল আচরণই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। শহিদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন, আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুত ও ক্ষতিপূরণ প্রদান এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে আর কোনো নাগরিক নিহত না হয়—এ নিশ্চয়তা দিতেও হবে।