প্রযুক্তির যুগে তথ্যের আদান-প্রদানে আরও সতর্ক হতে হবে: সৈয়দা রিজওয়ানা
প্রযুক্তির যুগে তথ্যের আদানপ্রদানে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যোগাযোগ যত সহজ হয়েছে, সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব ততই বেড়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, 'শহীদ আনাসের চিঠির মতো প্রত্যাশা আর দায়বদ্ধতার জায়গা থেকেই যদি আমরা কাজ করি, তাহলে সমাজে সত্যিকারের পরিবর্তন আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অনেকেই তাদের ঠিকানা হারাতে পারেন—এই বাস্তবতায় ডাক বিভাগ ঠিকানা হালনাগাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ঠিকানা ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর সময়ের দাবি।'
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'ডাক বিভাগকে সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা হবে। ই-কমার্স নিয়ে মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি আছে, তা দূর করতে ডাক বিভাগ কাজ করবে।'
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'জনগণের সঙ্গে সরকারের যোগাযোগ রক্ষায় ডাক সেবা আজও গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা পৌঁছে দিতে ডাক বিভাগ এখনো নির্ভরযোগ্য একটি মাধ্যম।'
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এই কর্মসূচি।
সদ্য সংবাদ/এমটি



























