বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

সাগরে লঘুচাপ সৃষ্টি, ভারী বৃষ্টির শঙ্কা

সাগরে লঘুচাপ সৃষ্টি, ভারী বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আজ রাজধানীতে বড় ধরনের বৃষ্টির আশঙ্কা নেই, তবে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। লঘুচাপটি দেশের উত্তর-পশ্চিমের দিকে প্রবাহিত হতে পারে।

আগামী ২৪ থেকে ২৫ তারিখে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার আশঙ্কা নেই। লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টি হবে এবং দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হতে পারে।

সোমবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদগেট ও জিগাতলা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। সকাল সাড়ে ১০টার দিকেও নিউ মার্কেট এলাকায় সড়কে পানি আটকে ছিল। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে যেতে হয়েছে অনেককে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১১৬ মিলিমিটার।

সর্বশেষ