শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা কে? রুক্মিণী নাকি ইধিকা
‘প্রিন্স: ওয়ানস অ্যাপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। তবে তাঁর বিপরীতে কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, ঢাকার পাশাপাশি কলকাতার বেশ কয়েকজন অভিনেত্রীর নাম প্রাথমিকভাবে বিবেচনায় আনা হয়েছে। আনন্দবাজার ডটকম জানিয়েছে, তালিকায় রুক্মিণী মৈত্র ও ইধিকা পালের নাম এসেছে।
সিনেমাটির প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটি আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা। শুটিং শুরু হতে পারে নভেম্বর থেকে। ঢাকার বাইরে কলকাতা ও মুম্বাইসহ বিভিন্ন শহরে শুটিং হবে।
চিত্রগ্রাহকের দায়িত্বে আছেন ‘অ্যানিম্যাল’, ‘সরকার’, ‘ধোকা’, ‘ডানকি’, ‘ফিদা’-এর চিত্রগ্রাহক অমিত রায়। পরিচালক জানিয়েছেন, সিনেমার গল্প নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ঘটনা অবলম্বনে রচিত। সিনেমার গল্পে তিনটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে; এর মধ্যে একজন নতুন প্রতিভার মধ্য থেকে নেওয়া হবে।



























