বিচ্ছেদের প্রায় ১৪ বছরে কেন স্বামী ফয়সলের ‘আহসান’ পদবি ব্যবহার করেন জয়া?
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, প্রাক্তন স্বামীর পদবি ‘আহসান’ এখন তাঁর পরিচয়ের অংশ, তাই এটি আর পরিবর্তনের কোনও প্রয়োজন দেখছেন না তিনি।
বিয়ের আগে তাঁর নাম ছিল জয়া মাসুদ। ১৯৯৮ সালে ঢাকার এক জমিদার পরিবারের সন্তান ফয়সাল আহসানকে বিয়ে করেন তিনি। দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের পর ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তবে সম্পর্ক ভাঙলেও প্রাক্তন স্বামীর পদবি নামের সঙ্গে রেখেই চলছেন জয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে জয়া বলেন, ‘যাঁর নাম নিয়েছি, তিনি তো আপত্তি করেননি। আর ‘জয়া আহসান’ নামটা এখন একটা ব্র্যান্ড। দর্শকদের বিভ্রান্ত করার কোনো মানে দেখি না। আমার জীবনের বিষয়গুলো এত হালকা নয় যে নাম বদলালেই সব ঠিক হয়ে যাবে।’
ফয়সাল আহসান একসময় দেশের পরিচিত মডেল ও অভিনেতা ছিলেন, যার ভক্তসংখ্যাও ছিল উল্লেখযোগ্য। তবে তিনি এখন আলোচনার বাইরে থাকলেও জয়া অভিনয়ে নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন।
বিচ্ছেদের কারণ নিয়ে তাঁরা কেউই কখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই দুজন নিজেদের মতো করে জীবন এগিয়ে নিয়েছেন। বর্তমানে জয়া আহসান নিজেকে ‘সিঙ্গল’ বলেই পরিচয় দেন এবং জানিয়েছেন এখন তাঁর পুরো মনোযোগ কেবল অভিনয়েই। সূত্র: আনন্দ বাজার



























