শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ০০:১৭, ২ নভেম্বর ২০২৫

‘এত খরচ করে বিয়ে পর বিচ্ছেদ হলে’! প্রশ্ন শুনেই যে প্রতিক্রিয়া জানালেন বচ্চন পুত্রবধূ 

‘এত খরচ করে বিয়ে পর বিচ্ছেদ হলে’! প্রশ্ন শুনেই যে প্রতিক্রিয়া জানালেন বচ্চন পুত্রবধূ 
ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে বলিউডে গুঞ্জন নতুন নয়। প্রায়ই শোনা যায়, তাঁদের সম্পর্ক নাকি টানাপোড়েনে রয়েছে। যদিও প্রতিবারই এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুজনই। অনেকের দাবি, তাঁরা নাকি এখন পারস্পরিক সমঝোতার জায়গায় পৌঁছেছেন।

তবে পুরোনো এক সাক্ষাৎকারে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ঐশ্বরিয়া। ২০০৯ সালে মার্কিন টেলিভিশন সঞ্চালিকা অপরা উইনফ্রের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। তখন তাঁদের বিয়ের দুই বছর হয়েছে মাত্র। অনুষ্ঠানে তাঁদের জাঁকজমকপূর্ণ বিয়ের ভিডিও দেখানো হলে অপরা অবাক হয়ে বলেন,‘এত আড়ম্বরপূর্ণ বিয়ের পর যদি কখনও বিচ্ছেদ ঘটে, তবে নিশ্চয়ই তা খুব কঠিন হয়ে ওঠে?’

সঞ্চালিকার এমন মন্তব্যে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানান ঐশ্বরিয়া। মুখে হাসি থাকলেও তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তা- ‘আমরা এই ধরনের চিন্তা মাথাতেই আসতে দিই না। বিয়ে মানে আজীবনের প্রতিশ্রুতি, পরিবারকে সঙ্গে নিয়ে সুখে থাকার অঙ্গীকার।’

১ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন। তবে এ বছরও বচ্চন পরিবারের কেউ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন বা অভিষেক বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রকাশ্যে শুভেচ্ছা জানাননি। এ নিয়েও বলিউড মহলে নতুন করে গুঞ্জন উঠেছে। তবে পরিবারটির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

সূত্র: আনন্দ বাজার

সম্পর্কিত বিষয়: