এবার জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জন!
বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর পর এবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যানকে নিয়ে। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, জ্যাকি চ্যান আর নেই! কেউ কেউ তো দাবি পর্যন্ত করেছেন, অভিনেতার পরিবার নাকি বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। ৭১ বছর বয়সী এই তারকা এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।