আয়ুষ্মান-রাশ্মিকার প্রেম, ‘থামা’-র টিজারে চমক
ছবির ফার্স্ট লুক দিয়ে দর্শকের মধ্যে কৌতুহল তৈরি করার পর অবশেষে ম্যাডকস ফিল্মস প্রকাশ করেছে ‘থামা’ ছবির টিজার। টিজারটি এমন রহস্যময় দৃশ্যের সমাহার, যার উত্তর জানা যাবে শুধুমাত্র ছবি মুক্তি পেলে। টিজারে জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে আগামী দীপাবলিতে। দীনেশ ভিজান ও অমর কৌশিক প্রযোজিত এবং আদিত্য সরপোদ্দার পরিচালিত এই সিনেমা হবে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের নতুন কিস্তি। টিজারের শুরুতেই আয়ুষ্মানকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমাকে ছাড়া ১০০ বছর বাঁচতে পারবে?’ এর জবাবে রাশ্মিকা বলেন, ‘আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারব না।’