চরম অর্থকষ্টে সব গহনা বিক্রি করেছেন অপু বিশ্বাস!

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল মিডিয়ার আলোচনায়। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম এবং বিচ্ছেদ এগুলো তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সব সময় দর্শকদের কৌতূহলের কারণ হয়ে উঠেছে।
শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় সফলভাবে অভিনয় করেছেন অপু বিশ্বাস, এবং তাদের একাধিক সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে, যা তাকে ‘ঢালিউড কুইন’ খেতাব এনে দেয়। তবে ২০০৮ সালে গোপনে শাকিবকে বিয়ে করে এবং ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপর সংসারে ভাঙন ধরে এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
এদিকে, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়ও অপু বিশ্বাস আর্থিক সংকটে ভুগেছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন আমি আর্থিকভাবে সফল হলেও একসময় অনেক অর্থকষ্টে ভুগেছি। জয় জন্মের পর, যখন আমি তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি, তখন হাতে একেবারে কোনো টাকা ছিল না। ব্যাংকে তো কোনো টাকা ছিলই না। সেই সময় আমি বুঝতে পারলাম, যারা অর্থের অভাবে ভুগছেন, তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়।’
অপু আরও জানান, ওই কঠিন সময়টাতে তিনি তার সোনার গয়নাগুলোর মধ্যে কিছু বিক্রি করে ভালো অঙ্কের টাকা পেয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। ‘আমি সোনার গয়না খুব ভালোবাসি, এবং সিনেমায় নিয়মিত কাজ করার সময় দেশে বা দেশের বাইরে যেখানে গয়না পছন্দ হতো, কিনে ফেলতাম। কিন্তু তখন জানতাম না যে, একদিন সেই গয়নার বিক্রি আমাকে এমন পরিস্থিতি থেকে বের হওয়ার সুযোগ দেবে।’ বর্তমানে অপু বিশ্বাস বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত রয়েছেন, এবং পাশাপাশি ব্যবসার দুনিয়াতেও নাম লিখিয়েছেন।