নতুন লুকে নেটদুনিয়ায় ঝড় পরীমনির

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর আগের মতো চলচ্চিত্রে নিয়মিত নন। তবে তিনি নিয়মিত সরব সামাজিক মাধ্যমে। নিজের নানা মুহূর্ত, ফ্যাশন ও লাইফস্টাইল ভক্তদের সঙ্গে শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন তিনি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতেই আবারো মুগ্ধ করলেন ভক্ত-অনুরাগীদের। এদিন তিনি একটি গহনার ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন।
ছবিগুলোতে নীল-সোনালি রঙের সিল্ক কাতান লেহেঙ্গায় পরীমনিকে দেখা যায়। পরনে মানানসই নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি— ভারি গহনায় দীপ্তিময় রূপে হাজির হন তিনি। চমকপ্রদ মেকআপ ও হেয়ারস্টাইল মিলিয়ে তার সাজকে একেবারে রাজকীয় করে তোলে।
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, “রানির মতো লাগছে”, কেউবা বলেছেন, “বাংলাদেশের ফ্যাশন আইকন”। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টে হাজার হাজার লাইক ও কমেন্ট জমা হয়।